জান্নাত ও জাহান্নামের পরিচয়

 

জান্নাত ও জাহান্নামের নাম

জান্নাত

জান্নাতের আটটি শ্রেণী রয়েছে এবং প্রত্যেক শ্রেণীর ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যেমন-

১। দারুল জিনান : তার মধ্যে নবী- রাসূল, আলেম, শহীদ এবং দানশীল ব্যক্তিগণ প্রবেশ করবেন।

২। দারুস সালাম : তার মধ্যে উত্তমরূপে উজ্জু ও নামায সম্পাদনকারীগণ প্রবেশ করবেন।

৩। জান্নাতুল মাওয়া : তার মধ্যে সন্তুষ্টচিত্তে যাকাত আদায়কারীগণ প্রবেশ করবেন।

৪। জান্নাতুল খুলদ : তার মধ্যে সৎ কাজে আদেশ এবং অন্যায় কাজে নিষেধকারীগণ প্রবেশ করবেন।

৫। জান্নাতুন নাঈম : তার মধ্যে কুপ্রবৃত্তি, লোভ-লালসা দমনকারীগণ প্রবেশ করবেন।

৬। জান্নাতুল ফিরদাউস : তার মধ্যে হজ্ব এবং উমরা আদায়কারীগণ প্রবেশ করবে।

৭। জান্নাতুল আদন : তার মধ্যে বীর মুজাহিদগণ প্রবেশ করবেন।

৮। জান্নাতুল ফিদ্দা : তার মধ্যে তাওহীদবাদী, হারাম কিছু দেখা থেকে চক্ষুকে সংযতকারী, পিতা-মাতা, আত্মীয়-স্বজনের সাথে ভাল ব্যবহারকারী এবং অন্যান্য সৎকর্মীগণ প্রবেশ করবেন। [দাকায়েকুল আখবার, ১০০ পৃষ্ঠা]


জাহান্নাম

জাহান্নাম হল সাতটি এবং প্রত্যেকটিরই ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যথা-

১। হাবিয়া : তার মধ্যে মুনাফিক, ফির'আউনের বংশধর এবং আসহাবে মায়েদার কাফিরগণ শাস্তি ভোগ করবে।

২। লাজ্জা : তার মধ্যে ইবলীস ও তার অনুসারী দল এবং অগ্নিপূজকরা শাস্তি ভোগ করবে।

৩। হোতামা : তার মধ্যে ইয়াহুদী সম্প্রদায় কঠিন শাস্তি ভোগ করবে।

৪। সায়ীর : তার মধ্যে খৃস্টানরা শাস্তি ভোগ করবে।

৫। সাকার : তার মধ্যে তারকাপূজকেরা শাস্তি ভোগ করবে।

৬। জাহিম : তার মধ্যে মুশরিকরা শান্তি ভোহ করবে।

৭। জাহান্নাম : তার মধ্যে উম্মতে মুহাম্মদী যারা বিনা তাওবাতে মারা গেছে তারা শাস্তি ভোগ করবে এবং পরবর্তীতে জান্নাতে প্রবেশ করবে।

[দাকায়েকুল আখবার, ৮৫ পৃষ্ঠা]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url