ঋতুস্রাবের দিন পরিবর্তন হওয়া প্রসঙ্গে মাসআলা

 

ঋতুস্রাবের মাসআলা

প্রশ্ন : জনৈক বিবাহিতা মহিলার ঋতুস্রাব প্রতিমাসে সাধারণত সাতদিন স্থায়ী হয়ে থাকে। তবে কোন কোন সময় দেখা যায়-প্রথম থেকেই অল্প অল্প প্রাব হয়, এভাবে চলতে থাকে এবং দশদিন পার হয়ে যায়। এখন তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে, প্রথম থেকে বেশী স্রাব হলে তা ৭দিনের বেশী স্থায়ী হয় না, আর এরকম স্বল্প স্রাব শুরু হলেই ওই মাসে দশ দিনের বেশী স্রাব স্থায়ী হয়ে থাকে। এ অবস্থায় ওই মহিলার হুকুম কী? তিনি সাতদিনের অতিরিক্ত দিনগুলোকে হায়িয গণ্য করবেন কি?


উত্তর : উপরোল্লিখিত অবস্থায় উক্ত মহিলার হায়েজ তথা মাসিক ঋতুস্রাবের সময় পূর্বে নির্ধারিত থাকলেও এখন তাঁর তা নির্ধারিত নেই। এজন্য তাকে শ্রাব চালু হওয়ার পর প্রতিমাসে দশদিন দশরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি স্রাব দশদিন দশরাত থেকে বেশী জারী থাকে, তাহলে পূর্বের অভ্যাস অনুযায়ী সাতদিন হায়িয হিসেবে গণ্য হবে। আর এ সূরতে সাতদিন বাদ দিয়ে বাকী দিনগুলোর নামায-রোযা কাজা করতে হবে। আর যদি তার দশদিন বা তার কমে বন্ধ হয়, দশদিন অতিক্রম না করে, তাহলে এক্ষেত্রে শ্রাবের সব দিনগুলোই হায়িয হিসাবে গণ্য হবে। এবং মনে করতে হবে-তার হায়িযের  সময়সীমার পরিবর্তন হয়েছে।


[হাওয়ালা হিদায়া, ১ : ৬৭/ ফাতাওয়া আলমগীরী, ১ : ৩৭/ ইমদাদুল মুফতীন, ১. : ২৭৬/ ফাতাওয়া দারুল উলূম, ১ : ২৫৬]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url