ব্যক্তি ও প্রতিষ্ঠানের হক আত্মসাৎ প্রসঙ্গে মাসআলা
প্রশ্ন : আমি ছাত্রজীবনে না জানিয়ে সহপাঠীদের বিভিন্ন খেলার সরঞ্জাম চুরি করে নিয়ে এসেছিলাম এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গাছের ফল খেয়েছিলাম। বর্তমানে তাদের ঠিকানা জানা নেই। এছাড়া যাদের ঠিকানা জানা আছে, তাদের কাছে অতীত অপকর্মের কথা বলতে লজ্জাবোধ করছি। ইসলামের দৃষ্টিতে এই অপরাধ থেকে মুক্তির উপায় কী?
উত্তর : বান্দার হক পরিশোধ করা ছাড়া কোন উপায়ে যেহেতু মাফ হয় না, তাই আপনি যাদের মূল্যবান বস্তু অন্যায়ভাবে নিয়েছেন বা খেয়েছেন, তাদের পাওনা পরিশোধ করতেই হবে। এর জন্য সহজ পন্থা হল যার যে পরিমাণ ক্ষতি করেছেন, তার একটা ক্ষতিপূরণ নিরুপণ করে ওই পরিমাণ অর্থ বা প্রয়োজনীয় বস্তু যাদের ঠিকানা জানা আছে তাদের হাতে বা মালিকানায় হাদিয়া বলে বা যেকোন উপায়ে পৌছিয়ে দিবেন। আর যাদের ঠিকানা জানা নেই, তাদের নামে ছাওয়াব পৌছানোর উদ্দেশ্যে ফকির-মিসকীনকে দান করে দিবেন। আর আল্লাহ তা'আলার নিকট ক্ষমা চাইবেন। এতে আশা করা যায়, এর দ্বারা আল্লাহ তা'আলা আপনাকে ক্ষমা করে দিবেন।
[হাওয়ালা সূরাহ বাকারা, আয়াত ১৮৮/ ফাতাওয়া শামী, ৪: ২৭৮]