কাজা নামাজ আদায় করার হুকুম কি?
প্রশ্নঃ শরীয়তে উমরী কাজা নামাজ আদায় করার হুকুম কি?
উত্তরঃ একজন বালেগ পুরুষ বা মহিলার উপর দৈনিক পাঁচওয়াক্ত নামাজ আদায় করা ফরজে আইন। ওয়াক্তমতো নামাজ আদায় করতে না পারলে সে হুকুম রহিত হয়ে যাবে না, বরং পরবর্তীতে কাজা আদায় না করা পর্যন্ত সে হুকুম যিম্মায় থেকে যাবে। তাই স্বয়ং রাসূলুল্লাহ (সা.) সাহাবায়ে কিরাম (রা.) নামাজ কাজা হয়ে যাওয়ার পর তা আদায় করেছেন।
[হাওয়ালাঃ সূরা বাকারাহ, আয়াত: ৩, ৪৩, ৪৫/ সূরাহ তাওবাহ, আয়াত : ১১, ১৮, ৪৫/ সূরাহ নামল, আয়াত : ৩/ সুরাহ মারয়াম, আয়াত: ৫৯]