গরমে সাদা ও শীতে রঙিন কাপড় আরামদায়ক কেন?
যে কাপড় যত বেশী তাপ শোষণ করে উত্ত হয়, সে কাপড় ব্যবহার করলে ততবেশী গরম লাগে সাদা বস্তুর তাপ শোষণ ক্ষমতা একেবারেই কম। অপরদিকে রঙিন বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশী। তাই গরমের দিনে সূর্যের বিকীর্ণ তাপ সাদা কাপড়ের উপর পড়লে বিকীর্ণ তাপের বেশীর ভাগই প্রতিফলিত হয়ে যায়। ফলে সাদা কাপড়ের তাপমাত্রা সামান্যই বাড়ে। অপরপক্ষে রঙিন কাপড় সূর্যের বিকীরিত তাপের বেশীর ভাগই ধরে রাখে। ফলে শীতকালে তা আরাম লাগে।