অযুর পানি মুছা যাবে কি যাবে না ?
প্রশ্ন: অযুর পরে অযুর পানি আমার মা মুছে ফেলতে নিষেধ করেন তিনি
বলেন যে অযুর পানি রাসূল (সা:) নাকি মুছতেন
না, এই জন্য শীতের দিনে আমার হাতে অনেক ঠান্ডা লাগে আমি মুছতে চাই মা এতেস অসন্তষ্ট
হন, আসলে অযু করার পরে হাতের পানি মুছা যাবে কি যাবে না ?
উত্তর: অযুর হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন অযু করে এই অযুটা আল্লাহ
রাব্বুল আলামীনরে পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটা বড় নেয়ামত, এটা হচ্ছে আমাদের
পাক সাফের জন্য আল্লাহর থেকে একটা অনন্যতা, কেউ যদি অযু করে আল্লাহ রাব্বুল আলামীন
তার গুনাহর খাতা গুলা ঝরায়া দেন, এর দ্বারা তার গুনাহর খাতা সাফ হয়ে যায়, আবার অযু
করার পরে দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামীন এই অযুর কারনে তাকে জান্নাতের দিকে নিয়ে
যান,
রাসুলুল্লাহ (স:) থেকে প্রমানিত আছে যে অযু করার পরে নবী (স:) হাত
মুছেছেন এটা প্রমানিত আছে, আবার বূখারীর হাদিসের মধ্যে এসেছে উম্মুল মুমিনীন হযরত মাইমুনা
(রা:) বলেছেনে, একবার নবীজিকে আমি অযুর পানি দিলাম রাসুল (স:) অযু করলেন এর পরে একটা
কাপড় এনে দিলাম যাতে রাসুল (স:) কাপড় দিয়ে তাহার হাতটা মুছেন, নবীজি কাপড়টা আমার কাছে
ফেরত দিয়ে হাত গুলা ঝাড়া দিলেন তিনি হাত মুছলেন না, তাহলে রাসুল (স:) থেকে প্রমানিত
আছে যে অযুর পরে তিনি হাত মুছেছেন আবার হাত না মুছে ঝেরেও ফেলেছেন দুনোটাই প্রমানিত
আছে।
কিন্তু এটার দ্বারা শরীয়াতের কোন অযুর সিদ্ধান্ত আসেনা যে আপনি
যদি হাত মুছেন তো অপরাধ হবে, অথবা না মুছলে ছোয়াব হবে এরকম নয়, সুন্নাত মনে করে আমরা
মুছতে পারি মাঝে মাঝে নবীজি ছেড়ে দিয়েছেন দু-এক বার আমি ছেড়ে দিলাম এটাও করতে পারি,
তাহলে সুন্নার আমল হবে, অথএব আপনি যদি মুছে ফেলেন কোন সমস্যা নাই, কেউ যদি মুছে ফেলে
তার কোন গুনাহ্ হবে না।