যে ৫টি খাবার খেলে আপনার স্মৃতিশক্তি কমে যাবে
যে ৫টি খাবার কখনই খাবেন না আপনার স্মৃতি শক্তিকে কমিয়ে দিবে, খাবার
আল্লাহর নেয়ামত, কিন্তু এই খাবারের কারনেই আমরা সুস্থ হয় আবার খাবারের কারনেই আমরা
অসুস্থ হয়।
অনেকেই আমাদের কাছে জানতে চাই সন্তানের স্মৃতি শক্তি কম মেধা বাড়ানোর
দোয়া বলে দিন, অনেক ইয়াং আমাদের কাছে জানতে চাই আমি ভুলে যায়, আমার পড়া মনে থাকেনা
একটা দোয়া বলেদিন।
বিশ্ব নবীর স্পষ্ট হাদীস তিনি যখন খাবার খেতেন তখন পেটকে তিন ভাগে
ভাগ করতেন, ১ভাগ খাদ্য, ১ভাগ পানি, ১ভাগ খালি। আর আজ আমরা খাবার পেলেই শুরু করে দেয়
খাওয়া, আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক আমীন.......
যে ৫টি খাবার
স্মৃতি শক্তিকে কমিয়ে দেয় (মেডিকেল সাইন্স দ্বারা প্রমানীত)
১/ ময়দা থেকে
তৈরী যাতীয় খাবার।
২/ আ্যালকোহল।
৩/ চর্বি জাতীয়
খাবার।
৪/ ফাষ্টফুড/যে
সব খাবার খেলে ওজন বাড়ে।
৫/ ক্যামিক্যাল
সুইটস্ (ক্যামিক্যাল দ্বারা তৈরি মিষ্টি)।