স্ত্রীর দেনমোহর পরিশোধ না করে মারা গেলে কি হবে?

দেনমোহর না দিলে কি হয়


প্রশ্নঃ আমি যদি স্ত্রীর দেনমোহর পরিশোধ করতে ব্যর্থ হই, মারা যাওয়ার পর আমার কি হবে?


উত্তরঃ স্ত্রীর দেনমোহর পরিশোধ করা এটা স্বামীর উপর কর্তব্য, আল্লাহতায়ালা কুরআনে কারীমে স্পষ্ট ভাবে বলেছেন,


" وأتوا النِّسَاء صدقاتهن نخلة

“মেয়েদের মোহর তোমরা আদায় করে দিবে এটা তাদের প্রাপ্য অধিকার”


স্ত্রীর মোহর পরিসোধ করা ছারা যদি কেহ মারা যায়, স্ত্রীর কাছে মোহরের টাকা দেনাদার হিসাবে কিয়ামতের ময়দানে দাড়াতে হবে, এবং ফুকাহে কেরামান মোহরের মাসআলা সুন্দর ভাবে বর্ণনা করেছেন, ফুকাহে কেরামান বলেন কোন মানুষ যদি মারা যায় তার পরিত্যাক্ত সম্পদ থেকে স্ত্রীর মোহরানা পরিসোধ করতে হবে, এটা পাওনাদারের পাওনার মত, আল্লাহতায়ালা আমাদের সকল কে প্রত্যেকের হকের গুরুত্ব বুঝার তাওফিক দান করুন... আমীন!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url