মেয়েদের কন্ঠে গজল অথবা কুরআন তেলাওয়াত শোনা যাবে কি?

 

মেয়েদের কন্ঠে গজল শোনা যাবে কি

প্রশ্ন: মেয়েদের কন্ঠে গজল অথবা কুরআন তেলাওয়াত শোনা যাবে কি?

উত্তর: এখন আমরা বিভিন্ন ধরনের ইউটিউবে বিভিন্ন যায়গায় গজল শুনি, কোন রকম মিউজিক ছাড়া সেখানে অনেক নারী শিল্পীরা গান গায়, অনেক দুরন্ত দুরন্ত তেলাওয়াত আমরা শুনি যেখানে নারী কন্ঠে আমাদেরকে তেলাওয়াত শুনানো হয়, প্রাইমারীলি এই নারী কন্ঠে তেলাওয়াত বা গজল শোনা হারাম নয়, তবে এখানে একটা সর্তকতা আছে অনেক সময় হারাম হয়ে যায়, যেমন-

যে নারী কন্ঠ আপনি শুনতেছেন তার প্রতি আকর্ষন সৃষ্টি হবে, তার চেহারা দেখা যাচ্ছে, অথবা তার কন্ঠ শোনার পরে আপনার মধ্যে ভিন্ন রকম একটা তামান্না তৈরি হবে, মেয়েটার কন্ঠ এমন সুন্দর দেখতে না জানি কেমন, শয়তান একটা অবয়ও আপনার সামনে দিবে, আপনি একটা প্রকাশ্য ফেতনার মধ্যে পরবেন, এই কারনে নারী কন্ঠে কুরআন তেলাওয়াত, নারী কন্ঠে গজল শোনা এটা শরয়ী দৃষ্টি ভঙ্গিতে আমাদের জন্য হারাম, এখান থেকে বেঁচে থাকা আমাদের জন্য দায়িত্ব।

 

আল্লাহ তায়ালা বলেন

مبين عدو لكم الشيطان ان

“শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন”

 

শয়তানের প্রত্যেকটা পথ ও পদ্ধতি সব গুলো ত্যাগ করাই ইমানদারের দায়িত্ব।

 

অতএব, এই সকল ক্বেরাত এই সকল গজল নারী কন্ঠে আমাদের জন্য না শোনাই দায়িত্ব, ফেতনা থেকে বাঁচার জন্য এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url