দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেক্সিমকো “ইসলামিক আইকন” রেজিস্ট্রেশন করার নিয়ম জানুন।

 

বেক্সিমকো ইসলামিক আইকন-২০২৩

বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করল বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ । এবারের আয়োজনে ইসলাম ও সাধারণ জ্ঞানের যুদ্ধে লড়বেন বাংলাদেশ ছাড়াও ভারত, সৌদি আরব, ইংল্যান্ড, তুরস্ক, পাকিস্তান, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের আলেম, ইসলামিক ট্যালেন্ট ও খতিবরা। ২৩ জানুয়ারী  থেকে প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের নিবন্ধন শুরু হয়েছে অনলাইনে, নিবন্ধন চলবে ১ ফেব্রুয়ারী পর্যন্ত।

বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ রেজিস্ট্রেশন করতে নিচের রেজিস্ট্রেশন লেখায় ক্লিক করে ফরমটি পূরণ করুন। 


এখানে ক্লিক করুন। 👉 Registration


কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

১/ আপনার ইমেইল লিখুন।

২/ আপনার নাম লিখুন।

বেক্সিমকো ইসলামিক আইকন


৩/ আপনার এলাকা নির্বাচন করুন।

৪/ আপনার যোগাযোগের নাম্বারটি লিখুন।

বেক্সিমকো ইসলামিক আইকন


৫/ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখুন।

৬/ আপনার বর্তমান ঠিকানা লিখুন।

৭/ আপনার স্থায়ী ঠিকানা লিখুন।

৮/ আপনার ভোটার-আইডি কার্ডের নাম্বারটি লিখুন।

বেক্সিমকো ইসলামিক আইকন


৯/ আপনার নাগরিকত্ব সিলেক্ট করুন।

১০/ আপনি আগে কোন অনুরূপ প্রতিযোগিতায় যোগদান করলে হ্যা অথবা না সিলেক্ট করুন।

বেক্সিমকো ইসলামিক আইকন

রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। 👉 Registration

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url