প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থের সুদ গ্রহন করা জায়েয হবে কি?

 

প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থের সুদ গ্রহন করা জায়েয হবে কি?


প্রশ্ন: আমি একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত। প্রভিডেন্ট ফান্ডে নিজের জমাকৃত টাকার উপর বৎসরান্তে নির্দিষ্ট হারে সুদ যোগ করা হয়। এখন ওই সুদ গ্রহণ করা আমার পক্ষে জায়েয হবে কি? উল্লেখ্য, প্রভিডেন্ট ফান্ডের সদস্য হওয়া বা না হওয়া নিজের ইচ্ছাধীন। আরো উল্লেখ্য যে, প্রভিডেন্ট ফান্ড থেকে নিজের জমাকৃত অর্থের ৮০% সুদ ঋণ নেওয়া যায় এবং ঋণ নেওয়া হলে সে ক্ষেত্রে মাসিক বেতন থেকে কিস্তির টাকা সুদসহ প্রায় তিন বৎসরে কর্তন করা হয়। এমতাবস্থায় শরীয়ত অনুযায়ী করণীয় সম্পর্কে জানালে কৃতজ্ঞ হবো।

উত্তর : উক্ত বর্ণনা মতে, আপনি যে প্রতিষ্ঠানে চাকুরী করেন-সেখানে যেহেতু প্রভিডেন্ট ফান্ডের সদস্য হওয়া বা না হওয়া নিজের ইচ্ছাধীন, তাই এ অবস্থায় উক্ত ফান্ডে জমাকৃত টাকার মুনাফা (সুদ) গ্রহণ করা জায়েয হবে না। তা হারাম হবে। তবে সুদ ছাড়া জমাকৃত মূল টাকা উত্তোলন করা জায়েয হবে। আর ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদ দিতে হলে তা নেওয়া জায়েয হবে না।

[হাওয়ালা মিশকাত, ২৪৪/ আল বাহার, ৬: ১২৪/ খুলাসাতুল ফাতাওয়া, ৩ : ১০২]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url