দোয়া কবুল না হওয়ার কারণ ও দোয়া কবুল হওয়ার আমল
দোয়া কবুল না হওয়ার কারণ
একদিন এক ব্যক্তি হযরত ইবরাহীম বিন আদহাম (রহ.)কে জিজ্ঞেস করল-হুজুর! আমরা আল্লাহর কাছে এত দু'আ করি, কিন্তু আমাদের দু'আ আল্লাহর দরবারে কবুল হয় না কেন?
এ প্রশ্নের জবাবে হযরত ইবরাহীম বিন আদহাম (রহ.) বললেন-
১। আল্লাহ একজন আছেন জেনেও "তোমরা তাঁর ইবাদত কর না।
২। রাসূল (সা.) ও তাঁর তরীকা সত্য জেনেও তাঁর সুন্নত মুতাবিক আমল কর না।
৩। তোমরা কুরআন পড়ছ ঠিকই, কিন্তু তদানুযায়ী আমল কর না।
৪। তোমরা আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ কর, কিন্তু তাঁর শুকর আদায় কর না।
৫। আল্লাহ তাঁর অনুগত বান্দাদের জন্য জান্নাত সুসজ্জিত করে রেখেছেন-একথা জানার পরও তোমরা তা অর্জনের জন্য কোন প্রকারের চেষ্টা করছ না।
৬। আল্লাহ অবাধ্যদের জন্য দোজখের আগুন প্রজ্জ্বলিত করে রেখেছেন একথা জানার পরও দোজখ থেকে নিজেকে বাঁচানোর কোন চেষ্টা করছ না।
৭। তোমরা ভালোভাবেই জান যে, শয়তান তোমাদের চিরশত্রু। তারপরও তার সাথে বন্ধুত্ব স্থাপন করছ।
৮। তোমরা ভালোভাবেই জান যে, একদিন তোমাদেরকে মরতে হবে, কিন্তু তারপরও মৃত্যুর জন্য তোমাদের কোন প্রস্তুতি নেই।
৯। তোমরা তোমাদের নিজ পিতা-মাতা বিভিন্ন আত্মীয়-স্বজনকে নিজ হাতে দাফন করেছ, তারপরও মৃত্যুর খেয়াল থেকে বেপরোয়া হয়ে আছ।
১০। তোমরা নিজের দোষ-ত্রুটি না দেখে শুধু অন্যের দোষ খোঁজ
সুতরাং তোমরা একটু চিন্তা কর, তোমাদের যেহেতু এরূপ অবস্থা, তাহলে কী করে তোমাদের দু'আ আল্লাহর কাছে কবুল হবে। (তাজকিরাতুল আউলিয়া)