মসজিদের গাছের ফল বিনামূল্যে খাওয়া যাবে কী?
প্রশ্ন : আমাদের মসজিদের পাশে মসজিদের নিজস্ব অনেক জায়গা রয়েছে। মসজিদ ছাড়া খালি জায়গায় আম, কলা ইত্যাদি অনেক ফলের গাছ লাগানো হয়েছে। এ সকল গাছে ফল হয় অনেক। এখন ওই সকল গাছের ফল মুসল্লীগণ বিনামূল্যে খেতে পারবেন কিনা?
প্রশ্ন : মসজিদের নামে ওয়াকফকৃত পুরো জায়গাই মসজিদের সম্পদ। মসজিদের জায়গায় লাগানো গাছের ফলও মসজিদের সম্পদ। মসজিদের সম্পদ কারো জন্য বিনামূল্যে ভোগ করা জায়িয নয়।
তাই মুসল্লী বা অন্য কারো জন্য ওই মসজিদের গাছের ফল বিনামূল্যে ভোগ করা বৈধ হবে না। বরং ওই সকল ফল বিক্রি করে তার অর্থ মসজিদের ফান্ডে জমা করে দিতে হবে।
[হাওয়ালা : ফাতাওয়া খানিয়া, ৩ : ৩১০, ৩১১/ আল-বাহরুর রায়িক, ৫ : ২০৪, ২০৫]