মৃত্যুর সংবাদ মাইকে প্রচার করা যাবে কী?

 

মসজিদের মাইকে মৃত্যুর ঘোষণা

প্রশ্ন : আমাদের গ্রামে কেউ মারা গেলে, ঘুরে ঘুরে মাইক দিয়ে তার মৃত্যুর সংবাদ প্রচার করা হয় এবং তার জানাযায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা হয়। শরীয়তের দৃষ্টিতে এভাবে ঘুরে ঘুরে মাইকে মৃত্যুর সংবাদ প্রচার করা জায়িয কি না?

জাওয়াব : হ্যাঁ, শরীয়তের দৃষ্টিতে কেউ মারা গেলে তার মৃত্যুর সংবাদ প্রচার করা এবং জানাযার ই'লান করা জায়িয আছে। প্রয়োজনে মাইক দিয়েও প্রচার করা যাবে। তার এ প্রচারের উদ্দেশ্য থাকবে-লোকেরা যাতে তার জানাযায় শরীক হতে পারে, সেই আহ্বান করা।

তবে এতে মৃত ব্যক্তির গুণগান প্রচার করা যাবে না। কেননা, হাদীসে মৃতের গুণগান ও বড়ত্ব বর্ণনা করে ই'লান করতে নিষেধ করা হয়েছে।

[হাওয়ালা : বুখারী শরীফ, ১ : ১৬৭/ উমদাতুল কারী, ৭ : ২০/ ফাতাওয়া শামী, ২ : ২৩৯/ বাদায়েউস সানায়ে, ২ : ২৩]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url