নামাজে টুপি পড়ে গেলে করণীয় কী?

 

নামাজে মাথা থেকে টুপি খুলে গেলে করনীয় কী?

প্রশ্ন : অনেক সময় নামাজ পড়া অবস্থায় মাথা থেকে টুপি পড়ে যায়। তখন খালি মাথায় নামাজ পড়তে খারাপ লাগে। তাই আমরা যদি তখন টুপি তুলে মাথায় দিয়ে নিই, তাহলে কি নামাজের কোন ক্ষতি হবে বা এ সময় করণীয় কী?

উত্তর : নামাজ পড়া অবস্থায় মাথা থেকে টুপি পড়ে গেলে সিজদায় যাওয়া, সিজদা থেকে ওঠা কিংবা বসা অবস্থায় এক হাত দিয়ে টুপি তুলে মাথায় দিলে নামাজের কোন ক্ষতি হবে না। বরং এমনটা করাই উত্তম। কিন্তু এক্ষেত্রে দুই হাত ব্যবহার করা যাবে না। কেননা, এতে নামাজ ফাসেদ হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

[হাওয়ালা : বুখারী শরীফ, ১ : ১৫৭/ ফাতাওয়া শামী, ২:৪০৮/ শরহুল মুনিয়া, ৪৪২]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url