মাজারে মানত করা কি জায়েজ?
প্রশ্ন : আমার এসএসসি পরীক্ষার আগে আমার মা মানত করেছিলেন, যদি আমার ছেলেটা পরীক্ষায় পাস করে, তাহলে মাজারে একটি ছাগল দিবেন। এখন আমি পরীক্ষায় পাশ করেছি। এমতাবস্থায় কি আমার মায়ের জন্য মাজারে একটি ছাগল দান করতে হবে?
উত্তর : না, তা মাজারে দান করতে হবে না এবং দান করা জায়েজ হবে না। কেননা, কোন মাজারের নামে মানত করলে মানত শুদ্ধ হয় না। মানত একমাত্র আল্লাহ তা'আলার নামেই করা যায়। আল্লাহ ছাড়া কোন পীরের নামে বা মাজারের নামে মানত করা সম্পূর্ণ নাজায়েজ ও হারাম এবং সেই অবস্থায় উক্ত মানত সহীহ হবে না।
সুতরাং আপনার মায়ের জন্য মাজারে ছাগল দেয়ার মানত করা জায়েজ হয়নি। এর জন্য আপনার মায়ের তাওবা-ইস্তিগফার করতে হবে। আর ওই মাজারে ছাগল দেয়াও লাগবে না এবং আপনার মায়ের জন্য তা দেয়া জায়েজ হবে না। [হাওয়ালা : আবু দাউদ শরীফ, ২ : ৪৬৯/ আল-বাহরুর রায়িক, ২ : ২৯৮/ ফাতাওয়া শামী, ২ : ৪৩৮/৪৩৯]