শিশু জন্মের পর আজান দেওয়ার নিয়ম

 

নবজাতকের কানে আযান

প্রশ্ন: আমাদের গ্রামে একটা শিশু জন্মের পর তার পিতা আমার ভাতিজাকে আজান দেয়ার জন্য ডাকেন। তাই সে তার বাড়ীতে যায় এবং নামাযের আজানের ন্যায় আজান দেয়।

আজান শেষে বাচ্চার পিতা তাকে বলেন, আপনি আজানের মধ্যে 'হাইয়্যা আলাস সালাহ' ও 'হাইয়্যা আলাল ফালাহ' কেন বললেন? এখানেতো নামাজের জন্য ও কল্যাণের জন্য ডাকা হচ্ছে না।

সেই ব্যক্তির কথা কি সঠিক? শিশু জন্মের পর যে আজান দেয়া হয়, তার মধ্যে কি 'হাইয়্যা আলাস সালাহ' ও 'হাইয়্যা আলাল ফালাহ' বলা লাগবে না?

উত্তর: সেই ব্যক্তির কথা সঠিক নয়। নবজাতকের ডান কানে পূর্ণ আজান দেয়া সুন্নাত। তাই 'হাইয়্যা আলাস সালাহ' ও 'হাইয়্যা আলাল ফালাহ' শব্দ দু'টিও বলতে হবে।

এখানে যদিও ওই সময় নামাযের জন্য ডাকা উদ্দেশ্য নয়, তবে এ আজানের মাধ্যমে নবজাতক শিশুকে আল্লাহর নাম এবং নামাজ ও কল্যাণের কথা শুনানো হচ্ছে। তাই এখানে পূর্ণ আযান দেয়াই বাঞ্ছনীয়। আর সেই সাথে ইকামতও দিতে হবে। অর্থাৎ সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত শুধু সে শুনতে পায় পরিমাণ আওয়াজে বলতে হবে।

[হাওয়ালা: ফাতাওয়া শামী, ১ : ৩৮৫]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url