দুধ ভাইয়ের বোনকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন : ছোটকালে আমার এক দূর সম্পর্কের চাচী আমাদের বাসায় বেড়াতে আসেন এবং আমাকে তার বুকের দুধ পান করান দুধ সন্তান বানানোর উদ্দেশ্যে। এরপর দীর্ঘদিন তাদের বাসায় আমাদের যোগাযোগ বন্ধ থাকে।
এখন ওই চাচী তার ছেলের সাথে আমার ছোট বোনের বিবাহের প্রস্তাব দিয়েছেন। প্রশ্ন হলো, এ অবস্থায় তার ছেলের সাথে আমার আপন বোনের বিবাহ সহীহ হবে কি না?
উত্তর : হ্যাঁ, বর্ণিত সূরতে ওই চাচীর ছেলের সাথে আপনার বোনের বিবাহ সহীহ হবে। কেননা, আপনি ওই চাচীর স্তন্যপান করার কারণে আপনার সাথে তাদের দুগ্ধ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে. কিন্তু যেহেতু আপনার বোন তার দুধ পান করেনি, তাই তার সাথে তাদের কোন দুগ্ধ সম্পর্ক প্রতিষ্ঠা হয়নি। তাই আাপনার জন্য ওই চাচীর মেয়েকে বিবাহ করা নাজায়িয ও হারাম হবে, কিন্তু তার ছেলের সাথে আপনার বোনের বিবাহ হারাম হবে না, তা সম্পূর্ণ জায়িয ও বৈধ হবে।
[হাওয়ালা : সূরাহ নিসা, ২৩/ বাদায়েউস সানায়ে ৩ : ৪০০/ ফাতাওয়ায়ে আলমগীরী, ১ : ৩৪৩/ আল বাহার, ৩ : ২২৭/ ফাতাওয়া শামী, ৩: ২১৭]