বিয়ের আগে তালাক দেওয়ার হুকুম কী?

বিয়ের আগে তালাক


প্রশ্ন: আমি একটি মেয়ের ব্যাপারে ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে শপথ করি যে, ওই মেয়েকে কোনদিন বিয়ে করব না। আর যদি বিয়ে করি, তাহলে সে তালাক হয়ে যাবে। এমতাবস্থায় আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো কি? তাকে বিয়ে করলেই কি তালাক হয়ে যাবে? এ সম্পর্কে বিয়ের আগে তালাক দেওয়ার হুকুম কী?

উত্তর: হ্যাঁ, বর্ণিত সূরতে আপনার শর্তের কারণে আপনার ওই মেয়েকে বিবাহ করার সাথে সাথে তার উপর এক তালাক পতিত হয়ে যাবে। তবে যেহেতু সেই তালাকটি রজয়ী তালাক, তাই বিবাহের পর তালাক হয়ে যাওয়ার পর তাকে ইদ্দত পূর্ণ হওয়ার আগে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলে, তার সাথে আপনি ঘর-সংসার করতে পারবেন। অবশ্য এমতাবস্থায় ভবিষ্যতে আর মাত্র দুই তালাক দিলেই ওই স্ত্রীর উপর মোট তিন তালাক পতিত হয়ে সে আপনার জন্য সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে।

[হাওয়ালা: ফাতাওয়া আলমগীরী, ১ : ৪২০/ ফাতাওয়া শামী, ৩: ৩৫০]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url