কোন মেয়েকে নিয়ে স্ত্রী সুলভ আচরণের কথা কল্পনা করা
প্রশ্ন: শুনেছি, কোন মেয়েকে নিয়ে স্ত্রী সুলভ আচরণের কথা কল্পনা করলে তার জন্য সে মেয়ে হারাম হয়ে যায়। অর্থাৎ সে তাকে আর বিয়ে করতে পারবে না। কথাটি কতটুকু সত্য?
উত্তর: কোন নির্দিষ্ট মেয়েকে নিয়ে স্ত্রী সুলভ আচরণের কথা কল্পনা করা সম্পূর্ণ নাজায়িয ও মারাত্মক গুনাহের কাজ। তবে শুধু এরূপ কল্পনা করার কারণে ওই মেয়ে হারাম হবে না।
[হাওয়ালা: ফাতাওয়া আলমগীরী, ১ : ৪২০/ ফাতাওয়া শামী, ৩: ৩৫০]