শুয়োর বলা কি হারাম এবং শুকরের নাম নিলে কি হয়?

শুয়োর বলা কি হারাম


প্রশ্ন: আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে, শূকরকে শুয়োর বললে ৪০দিন পর্যন্ত নামায-দু'আ কবুল হয় না। এই কথাটি সঠিক কি না

উত্তর: না, আপনার শোনা কথাটি সঠিক নয়। শূকর/শুয়োর এটি বাংলা শব্দ। আর (সুওর) এটি উর্দু বা হিন্দি শব্দ-যা এক জাতীয় প্রাণী বা গালি হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং ভাষা বা আঞ্চলিকতার পার্থক্যের কারণে কেউ শূকর বলে, কেউ সুত্তর বা শুয়োর বলে থাকে। তবে এর সাথে নামায-দু'আ কবুল হওয়া বা না-হওয়ার কোন সম্পর্ক নেই। এ ব্যাপারে সমাজে প্রচলিত উক্ত কথাটি সম্পূর্ণ ভ্রান্ত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url