ভিট ক্রিম ব্যবহার করা জায়েজ?
প্রশ্ন: মলদ্বারের পাশের লোম পরিষ্কার করা সুন্নাত। কিন্তু লোমগুলো দেখা যায় না বিধায় কাটতে কষ্ট হয়। ব্লেড দিয়ে কাটলে চামড়া কেটে যেতে পারে। তাই বর্তমান বাজারে এক ধরনের ক্রীমজাতীয় তরল পদার্থ (ভিট ক্রিম/Veet cream) পাওয়া যায়। এগুলো গুপ্তস্থানে লাগানোর পর ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যায়। প্রশ্ন হলো-সেই ক্রীমজাতীয় কিছু লাগিয়ে লোম পরিষ্কার করা জায়েজ?
উত্তর: হ্যাঁ, নাভির নীচের ও পায়ুপথের আশপাশের অবাঞ্ছিত লোম ব্লেড দিয়ে পরিস্কার করতে অসুবিধা হলে লোমনাশক ক্রীম (ভিট ক্রিম/Veet cream) বা তরল পদার্থ দিয়ে সেই লোম পরিষ্কার করা জায়েজ। এতে কোন অসুবিধা নেই।
[হাওয়ালা: ফাতাওয়া আলমগীরী, ৫: ৩৫৬/ ফাতাওয়া শামী, ৬: ৭০১]