পান সুপারি খাওয়ার দোয়া কি এবং বেহেশতে পান সুপারি খাওয়ানো হবে?

পান সুপারি খাওয়ার দোয়া


প্রশ্ন: কিছু লোক বলে যে, পান-সুপারী খাওয়ার দু'আ আছে। তারা আরও বলে, মৃত্যুর পর ফাতিমা (রা.) বেহেশতের মধ্যে পান-সুপারী খাওয়াবেন। এসব কথা কি সঠিক?

উত্তর: পান-সুপারী খাওয়ার আলাদা বিশেষ কোন দু'আ নেই। বরং অন্যান্য খানা-পিনার জন্য যে দু'আ বর্ণিত রয়েছে, পান-সুপারীর ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।

মৃত্যুর পর হযরত ফাতিমা (রা.) বেহেশতে পান-সুপারী খাওয়াবেন এমন কোন কথা হাদীসে নেই। এটা সম্পূর্ণ ভ্রান্ত ও বানোয়াট কথা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url