সরকারি গাছের ডাল বা পাতা ব্যবহার করা যাবে কী?
প্রশ্ন : সরকারী রাস্তার দু'পাশের লাগানো গাছের ফল ও ছোট ডাল বা পাতা কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা?
উত্তর : সরকারী রাস্তার পাশে যে গাছ লাগানো হয়, তা যদি কেউ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি নিয়ে এবং গাছ ও ফল নিজস্বভাবে ব্যবহারের অনুমোদন নিয়ে লাগিয়ে থাকেন, তাহলে সেই গাছের ফলমূল ওই ব্যক্তির জন্যই নির্দিষ্ট হয়ে যাবে। তিনিই ওই গাছ ও তার ফলমূল ব্যবহার করতে পারবেন। অন্য কারো জন্য তা ব্যবহার করা জায়িয হবে না । আর যদি ওই গাছগুলো সরকারীভাবেই লাগানো হয়ে থাকে এবং সরকারের নিজস্ব সম্পত্তি হয়, তখন এর হুকুম প্রচলিত রীতি- নীতির উপর নির্ভর করবে। অর্থাৎ সরকার যদি এগুলোর রক্ষণাবেক্ষণ করে এর আয় সরকারী খাতে জমা করে, তাহলে সর্বসাধারণের জন্য এগুলো ভোগ করা বৈধ হবে না। আর যদি সরকার এগুলোর রক্ষণাবেক্ষণ না করে এবং এ ব্যাপারে কোন বাধা-নিষেধ না থাকে, তাহলে ঐ সকল গাছের ফলমূল এবং গাছের ক্ষতি না হয় এমন অতিরিক্ত ছোট ডাল-পাতা কেটে সাধারণ মানুষের জন্য উপকৃত হওয়া জায়িয হবে।
[হাওয়ালা : ফাতাওয়া আলমগীরী, ২ : ২৯, ইমদাদুল ফাতাওয়া, ৩ : ৩৫ ]