চিংড়ি মাছ খাওয়া কি হারাম?
প্রশ্ন: চিংড়ির গঠন-আকৃতি দেখতে পোকার মতো লাগে। আমরা জানি, পানির সমস্ত প্রাণীদের মধ্যে একমাত্র মাছ খাওয়া হালাল। কিন্তু পানির পোকা খাওয়া হালাল নয়। অথচ চিংড়ি সবাই খায়। এক্ষেত্রে চিংড়ি খাওয়া কি হারাম?
উত্তর: হ্যাঁ, শরীয়তে পানির সকল প্রাণীর মধ্যে একমাত্র মাছ খাওয়া হালাল, এছাড়া পানির অন্যকোন প্রাণী হালাল নয়। আর আমাদের দেশের সব জায়গাতেই যেহেতু সবাই চিংড়িকে মাছ হিসেবেই চিনে, জানে এবং তাকে চিংড়ি মাছ বলে ডাকে, এভাবে সবার নিকট এটি মাছ হিসেবেই গণ্য, কোথাও কেউ এটাকে পানির পোকা হিসেবে জানে না বা বলে না। তাই এটা অন্য সকল মাছের ন্যায় একপ্রকার মাছ বলেই গণ্য হবে এবং অন্য সকল মাছের মতই তা খাওয়া হালাল হবে।
যেহেতু সকল মাছের আকৃতি এক হওয়া জরুরী নয়, বরং তার আকৃতি- বিভিন্নরকম হতে পারে, তাই চিংড়ি মাছের বাহ্যিক আকৃতি একটু ভিন্ন হলেও কোন অসুবিধা নেই। এমতাবস্থায়ও তা মাছ হিসেবে খাওয়া নিঃসন্দেহে হালাল হবে।
[হাওয়ালা: মিশকাত, ৩৫৭/ ফাতাওয়া শামী, ৬: ২৯৪ ও ৩০৭]