মসজিদের বিদ্যুৎ ব্যবহার করা বৈধ হবে কি?

মসজিদের বিদ্যুৎ ব্যবহার


প্রশ্ন : (ক) মসজিদের বিদ্যুৎ বিল সরকার কর্তৃক মওকুফ করা হয়েছে। এমতাবস্থায় মসজিদ থেকে মাদরাসায় বিদ্যুৎ সংযোগ দেয়া কি বৈধ হবে ?

(খ) উক্ত মসজিদের বিদ্যুৎ কি কোন ব্যক্তি বা দ্বীনী প্রতিষ্ঠান টাকার বিনিময়ে ব্যবহার করতে পারবে?

উত্তর : (ক) যেহেতু শুধুমাত্র মসজিদে ব্যবহারের জন্যই বিদ্যুৎ বিল মওকুফ করা হয়েছে, তাই মসজিদের ফ্রি বিদ্যুৎ লাইন থেকে মাদরাসা বা অন্য কোথাও সংযোগ দেয়া বৈধ হবে না।

(খ) না, উক্ত মসজিদের বিদ্যুৎ টাকার বিনিময়ে কোন ব্যক্তি বা দ্বীনী প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে না। কেননা, বিদ্যুৎ কর্তৃপক্ষ থেকে সেই অনুমতি নেই।

[হাওয়ালা : আহসানুল ফাতাওয়া, ৬ : ৪৪৬/ ফাতাওয়া শামী, ৩ : ৩৮৩]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url