বাজি ধরা কি হারাম, বাজির টাকা ভোগ করা জায়েয হবে?

 

বাজি ধরা কি হারাম

প্রশ্ন : একদিন আমার এক খালাতো ভাইয়ের সাথে কোন একটি বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ি। আমি বলি, আমার কথা সঠিক এবং সে বলে, তার কথা সঠিক। এক পর্যায়ে এক হাজার টাকার বাজি ধরি যার কথা সঠিক হবে, অপরজন তাকে এক হাজার টাকা দিবে। পরে আমার কথাই সঠিক প্রমাণিত হওয়ায় সে আমাকে এক হাজার টাকা প্রদান করেছে। প্রশ্ন হল, এ টাকা ভোগ করা আমার জন্য কি জায়েয হবে?

উত্তর : প্রশ্নের বর্ণনানুযায়ী, আপনার জন্য বাজির ওই টাকা নেয়া বা ভোগ করা জায়েয হবে না। বরং মালিককে ওই টাকা ফেরত দিতে হবে। কারণ, দুইজনের মধ্যে যার কথা সঠিক হবে অপরজনকে টাকা বা সম্পদ দিতে হবে-এমন শর্ত করা জুয়ার অন্তর্ভুক্ত। আর শরীয়তের দৃষ্টিতে জুয়া হারাম এবং তাতে লিপ্ত হওয়া কবীরাহ গুনাহ। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা ইরশাদ করেন- “হে মুমিনগণ! নিঃসন্দেহে মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারক তীর নিকৃষ্ট শয়তানী কাজ। সুতরাং এগুলো থেকে বেঁচে থাক, যাতে তোমরা সফলকাম হতে পার (সূরাহ মায়িদা, আয়াত: ৯০)।

[হাওয়ালা সুরাহ বাকারা, ২১৯/ মুসনাদে আহমদ, নং ৬৫৪৭/ বাদায়েউস সানায়ে, ৫ : ১০৯/ ফাতাওয়া শামী, ৬ : ৪০৩]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url