বিয়েতে গান বাজনা করা যাবে কি? বিয়েতে গান বাজালে বউ তালাক হয়ে যায়?

 

বিয়েতে গান বাজনা করা

প্রশ্ন : সমাজের রেওয়াজ অনুযায়ী বিয়েতে যে আচার-অনুষ্ঠান ও গান- বাদ্য করা হয়-এতে ইসলামের হুকুম কী? গান-বাদ্য না করে আচার-অনুষ্ঠান করা যাবে কি? অনেকে বলে, গান-বাদ্য করলে নাকি বউ তালাক হয়ে যায়। এ কথা কি ঠিক?

উত্তর : ইসলামে সব সময়ের জন্যই গান ও বাদ্য-বাজনা সম্পূর্ণ নাজায়িয ও হারাম। বিশেষ করে বিবাহের অনুষ্ঠানে তা আরো বেশী অন্যায়। কারণ, বিবাহ একটি বিরাট ইবাদত ও পবিত্র কাজ। সুতরাং তা গুনাহমুক্ত ও সাদাসিধেভাবে করা কর্তব্য। এতেই তা বরকতপূর্ণ হবে এবং সে ঘরের সন্তান নেককার হবে। পক্ষান্তরে যে বিবাহে যত বেশী গুনাহ হবে এবং গান-বাদ্য ও বেপর্দেগী হবে, সে বিবাহ তত বেশী অভিশপ্ত হবে।

তাই কোন মুসলমানের বিবাহে গান- বাদ্য বরা কোন অবস্থাতেই জায়িয হবে না। তবে এ কারণে বউ তালাকের কথা সঠিক নয়। এতে বউ তালাক হবে না। কিন্তু কাজটির দ্বারা কবীরা গুনাহ হবে।

অবশ্য কোন গুনাহর কাজ কেউ জায়িয মনে করে করলে, তাতে ঈমান নষ্ট হয়ে যায়। আর এ কারণে তখন স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সুতরাং কেউ হারাম গান-বাদ্য করাকে জায়িয মনে করে করলে, সেরূপ হুকুম হবে, অন্যথায় নয়।

[হাওয়ালা : সূরাহ লুকমানী : ৭/ ফাতাওয়া আলমগীরী ৫ : ৩৫১/ ফাতাওয়া শামী, ৬ : ৫৫, ৪২৪]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url