বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আলেম, হাফেজ ও মাদ্রাসার ছাত্রদের নামের তালিকা

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ

০১. মুফতী জসিমুদ্দিন। দলিপাড়া মাদরাসা, উত্তরা, ঢাকা।

০২. সাদিকুল ইসলাম (টাঙ্গাইল), ছাত্র- মিযান জামাত, জামিয়া দীনিয়া, আবদুল্লাহপুর, ঢাকা। (সূত্র: মাদরাসার পরিচালক মুফতি নাজমুল হুদা কাসেমী)

০৩. ক্কারী কামরুল ইসলাম পাবেল। ৪ আগষ্ট ২০২৪ তারিখে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির উত্তর কানিশাইল গ্রামের রফিক উদ্দিন সাহেবের পুত্র। ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসা, চন্দরপুর মাদসায় লেখাপড়া করেছে। সে আজুমানে তালিমুল কুরআন বোর্ডে কেরাত প্রশিক্ষণ নিয়েছে। (ফোন ০১৭৪৯৪৩৯৭৪৮, ০১৭৯১৫১৭২৫২)

০৪. হাফেজ সুলাইমান হুসাইন। মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মা-বাবার একমাত্র পুত্র সন্তান। ৫/৮/২৪ ইং সোমবার দুপুরে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। বাবা সৌদি প্রবাসী। (মা 01687375410)

০৫. মাওলানা খুবাইব বিন আবদুর রহমান। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী বড় মাদরাসার স্পটে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। তিনি যাত্রাবাড়ী জামিয়া ইবরাহিমিয়া ইসহাকিয়া কাজলার পাড়-এর মুহতামিম শায়খুল হাদীস মাওলানা আবদুর রহমান উজানী সাহেবের ছোট ছেলে। (ফোন ০১৭১১০২১০৯৫)

০৬. মাওলানা মাবরুর হুসাইন (গোলাম রাব্বি)। পিতা: মোঃ আব্দুল হাই মুলী, দক্ষিণ শিয়াচর। জামিয়া বাগে জান্নাত মাদ্রাসা চাষারা, নারায়ণগঞ্জ। তিনি এই মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস সমাপন করেছেন। ০৫ আগস্ট যাত্রাবাড়ীতে শহীদ হন। বুকে গুলি লেগে স্পট ডেড।

০৭. হাফেজ সাদেকুর রহমান। কালিকাবাড়ি, চারুয়াপাড়া, ধোবাউড়া, ময়মনসিংহ। ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে তিনি শহিদ হন। (বিকাশ 01833682832)

০৮. হাফেজ যোবায়ের আহমদ। ছাত্র- জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম, খিলগাঁও, ঢাকা। (পিতা 01736-650654)

০৯. রুবেল আব্দুল্লাহ। শিক্ষার্থী। নীলগঞ্জ রোড, কিশোরগঞ্জ। তিনি ৪ আগস্ট রবিবার শহীদ হন।

১০. মোবারক হোসেন। ১৯ জুলাই শহীদ হন। বাসা ঢাকার বাংলামটর বক্স কালভার্ট রোডে।

১১. মুফতি শিহাব উদ্দিন (ভোলা)। ফারেগ: জামিয়াতু ইব্রাহিম ঢাকা, সাবেক সাময়িক কর্মী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। তিনি গত ১৯ জুলাই শুক্রবার সকালে যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন। (ফোন 01794025220)

১২. মাওলানা আলী আসগর মাসরুর। ঠিকানা- পাটোয়ারীর হাট (ফলকন), কমলনগর, লক্ষ্মীপুর। তিনি শহীদ হয়েছেন গাজীপুরে। (তথ্যদাতা 01811116952)

১৩. সাফকাত সামির। কাফরুল, মিরপুর, ঢাকায় নিজ বাসায় শহিদ হয়। নানাবাড়ি আশুলিয়ায় তাকে দাফন করা হয়। বয়স ১১ বছর। সামির জামেউল উলুম, মিরপুর-১৪ মাদরাসায় ৫ম শ্রেণিতে পড়তো। স্থায়ী ঠিকানা; নোয়াখালীর চাটখিলের দেলিয়াই বাজার এলাকা।

১৪. মাওলানা মঈনুল হোসেন। ঢাকার মুগদায় তিনি শহীদ হন।

১৫. হাফেয মাওলানা মাসউদুর রহমান (৪০), পিতা: কারী ওয়ালী উল্লাহ, গ্রাম: অর্জুনতলা, বরুড়া, কুমিল্লা। ঢাকায় মাদরাসাতুর রহমান আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও বাড্ডা বাগান বাড়ি মসজিদের ইমাম। ১৯ জুলাই শুক্রবার বাড্ডায় পুলিশের গুলিতে শহিদ হয়েছেন। (ফোন ০১৬৪৮০১৪৪৬০, ০১৮৫২০৬৭৪৬২)

১৬. হাফেজ মুহাম্মদ সিফাতুল্লাহ, শিক্ষার্থী: চন্নাপাড়া এমদাদুল উলুম কওমী মাদরাসা, শ্রীপুর, গাজীপুর। ৫ আগস্ট, ২০২৪

১৭. শহীদ হাফেজ মাওলানা মুঈনুল ইসলাম। সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। সেখানেই বাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

১৮. হাফেজ সুলাইমান হাসান, শিক্ষার্থী। মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ৫ আগস্ট, ২০২৪ সোমবার দুপুরে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে।

১৯. মুফতী হাফেজ মাহমুদুল হাসান মাহদী (২৫), পিতা: হাফেজ আ, সাত্তার, ফতেহপুর, পাকশিমুল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। ইমাম, কাপাসিয়া চাঁদপুর মসজিদ। ৫ আগস্ট বিকেলে পুলিশের গুলিতে শহীদ হন। স্থান: রাজলক্ষ্মী, উত্তরা, ঢাকা। যাত্রাবাড়ী বড় মাদ্রাসা ও জামিয়া শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারসহ ঢাকার বিভিন্ন মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছেন। (বাবা 01740596905, মামা 01625190051)

২০. রাকিব, মাদরাসা শিক্ষক, গৌরিপুর, ময়মনসিংহ। (যমুনা টিভি ৯-৯-২০২৪)

২১. হাফেজ মাজেদুল ইসলাম খান, পিতা: আঃ মান্নান (মন্না), পূর্ব-গামারীতলা (দড়িপাড়া), কলসিন্দুর, ধোবাউড়া, ময়মনসিংহ। আলহাজ্ব আলাউদ্দিন জামিয়া কুরআনিয়া আহলিয়া (মাওনা চৌরাস্তা) মাদরাসার হেদায়াতুন্নাহু জামাতের ছাত্র। ৫ আগস্ট মাওনা অবদার মোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজিবির হাতে গুলিবিদ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 10-08-2024 তারিখে শাহাদত বরণ করেন। (বাবা 01995526069, বড় ভাই 01833582532)

২২. সাদেকুর রাহমান, হালুয়াঘাট, ময়মনসিংহ। সাভারের এক মাদ্রাসার শিক্ষক ছিলেন। ৫ আগস্টে গুলিবিদ্ধ হয়ে ২ দিন হসপিটালে থেকে মৃত্যুবরণ করেন। রেখে যান স্ত্রী এবং দুটি কন্যা সন্তান।

২৩. শহীদ ক্বারী মোঃ কামরুল ইসলাম পাবেল, পিতা: রফিক উদ্দিন, উত্তর কানিশাইল, ঢাকা দক্ষিণ। ০১৭৪৯৪৩৯৭৪৮।

২৪. হাফেজ সাজ্জাদ হোসেন (সাব্বির) (১৯), পিতা: জসিম রাজা, মাতা: শাহনাজ বেগম, উত্তর রঘুনাথপুর, পুরান বাজার, ৫ নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর। চাঁদপুরস্থ ফুলছোয়া মাদরাসার সাবেক ছাত্র (মিযান জামাত পর্যন্ত অধ্যয়ন করেছে)। ১৯ জুলাই শুক্রবার আসরের পর মিরপুর দুইয়ে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন। (পিতা 01836817901)

২৫. আব্দুল্লাহ আল মামুন (২০), পিতা: মো: জাহাংগীর আলম, আন্দারমানিক পূর্বপাড়া, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর। Nid নং- 3324555857। ৪ আগস্ট ২০২৪ সফিপুর আনসার একাডেমী গাজীপুরে বুকে গুলি লেগে শহিদ হয়েছে। গাজীপুরস্থ জামিয়া আশরাফিয়া নামের এক মাদ্রাসার ছাত্র ছিলেন। (বোন 01912232336)

২৬. মো. আয়াতুল্লাহ, পিতা: মো. সিরাজুল ইসলাম, জলুষা, চামরদানী, মধ্যনগর, সুনামগঞ্জ। ৫ আগস্ট ২০২৪ গাজীপুরের কালিয়াকৈরে গণমিছিলে অংশ নেন। এরপর থেকে নিখোঁজ। ১১ দিন পর লাশ পাওয়া যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। মাদরাসায় মিজান (৬ষ্ঠ শ্রেণি) পর্যন্ত পড়ে মাস খানেক আগে পোশাক কারখানায় চাকরি শুরু করেছিলেন।

২৭. হাফেজ সাজ্জাদ হোসেন (সাব্বির), পিতা: জসিম রাজা, মাতা: শাহনাজ বেগম, বয়স: ১৯, উত্তর রঘুনাথপুর, পুরান বাজার, ৫ নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা। চাঁদপুর ফুলছোঁয়া মাদরাসার সাবেক ছাত্র (মিযান জামাত পর্যন্ত অধ্যয়ন করেছে)। ১৯ জুলাই শুক্রবার আসরের পর মিরপুর ২-এ পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন। ২০ জুলাই শনিবার বাদ ফজর চাঁদপুরস্থ নিজ গ্রামের বাড়িতে জানাজা ও দাফন

২৮. আব্দুল বাসেত, দারুল হাদিস, মাদরাসা: জামিয়া মাদানিয়া, বারিধারা। ৫ই আগস্ট রাত তিনটায় বাড্ডা এলাকার ব্রাকের সামনে শহীদ হন। ২৭০+ ছোররা বুলেটের ক্ষত ছিল তার শরীরে।

২৯. আব্দুন নূর (২৯), পিতা- মোঃ আবুল বাসার, মাতা- মোছাঃ আছমা খাতুন, নামা লংগাইর (মৃধা বাড়ী আমতলী জামে মসজিদ), পাগলা, গফরগাঁও, ময়মনসিংহ। ৫ই আগষ্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন, তার ৬ বছরের ১ টি মেয়ে রয়েছে। (বাবা- ০১৭৩৩৫২৩৪৭৮, ভাই- ০১৭১২৯৭৪৩৯৪)

৩০. মোঃ হাসিব ঢালী, শিক্ষার্থী: দারুল আমান দাখিল মাদ্রাসা। ৫ আগস্ট, ২০২৪।

৩১. মোঃ সুমন মিয়া, মাতা: মোসাঃ আমিরুন বেগম। মাধবদী জামেয়া-ই এমদাদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। (বড় ভাই ০১৩০৪২৩৪৫৭০)

৩২. নাসির মোল্লা, মিল্লাত মাদ্রাসা, টঙ্গী। আলিম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।

৩৩. ইউনুস আলী শাওন (১৬), দক্ষিণ মাগুরী (ওয়ার্ড ০৯) উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, লক্ষীপুর। শনির আখড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০ জুলাই পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। ফোন 01828134259

৩৪. মুফতী ইউনুস আহমদ। পিতা: নাজিমউদ্দীন। দেউয়াল টেক, কালিগঞ্জ, গাজীপুর। উনার একটা মেয়ে আছে। এখন পুরাই এতিম। মহিলা মাদ্রাসাতে পড়ে। মায়ের অন্য যায়গায় বিয়ে হয়ে গিয়েছে। (পিতা 01732-408315)

৩৫. প্রথমবার কারফিউ চলাকালে সাভার থেকে একজন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন। পুলিশের গুলিতে। ছেলেটির বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা ইউনিয়নে। বিস্তারিত জানতে চাইলে আমি সংগ্রহ করে দিতে পারবো ইনশাআল্লাহ। -Md Anisur rahman (যেকোনো তথ্য প্রাপ্তির পর আপডেট করা হবে এবং তালিকা আরও সমৃদ্ধ করা হবে ইন-শা-আল্লাহ)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url